শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ১৫ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সময় লাগল পাঁচ বছর। অভিনেতা সুশান্ত সিং রাজপুত কীভাবে মারা গিয়েছিলেন? সত্যিটা সামনে এল। অবশেষে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বিরাট স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার। এইমস-এর ফরেন্সিক দল জানিয়েছে, অভিনেতাকে খুন কর হয়নি। তিনি আত্মহত্যাই করেছিলেন। সময়টা ২০২০ সাল। ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল মুম্বই পুলিশ। যে খবর ছড়িয়ে পড়তেই, হতবাক হয়ে গিয়েছিলেন বলিউডের তারকা থেকে তাঁর অনুরাগীরাও। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। কোনও সুইসাইড নোট তাঁর ঘর থেকে পাওয়া যায়নি। অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর আগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান-এর । সেই মামলায় এবার নতুন করে আদালতের দ্বারস্থ হচ্ছেন দিশার বাবা সতীশ সলিয়ান।
মেয়ের অস্বাভাবিক মৃত্যুর মামলায় নতুন করে তদন্ত চেয়ে বোম্বে হাই কোর্টে পিটিশন দায়ের করেছেন সতীশ সলিয়ান। দিন দুয়েক আগেই সতীশের আইনজীবী নীতেশ ওঝা জানাচ্ছেন পিটিশন দায়ের করা হয়ে গিয়েছে। নীতেশ জানিয়েছেন, নতুন করে হাই কোর্টের কাছে তাঁরা আর্জি জানাচ্ছেন যাতে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং দিশার অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
দেওয়ার পর, এবার দিশা সালিয়ানের বাবার আইনজীবী জানালেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের যে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টের আইনি কোনো মূল্য নেই এবং আদালত চাইলে নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারে। সর্বভারতীয় স্তরের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী নীলেশ সি ওঝা বলেছেন, “এই রিপোর্ট কোনও ক্লিন চিট নয়, বরং একটি বিভ্রান্তিকর প্রচার। আইনের দৃষ্টিতে এই রিপোর্টের বিশেষ কোনও গুরুত্ব নেই। আদালত চাইলে এই হত্যা মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারে, এমনকি গ্রেফতারি পরোয়ানাও জারি করতেও পারে। ঠিক যেমনটা আরুশি তালওয়ার মামলায় হয়েছিল।” নীতেশ আরও জানিয়েছিলেন, নতুন করে হাই কোর্টের কাছে তাঁরা আর্জি জানাচ্ছেন যাতে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং দিশার অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুন, দিশা সালিয়ানকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাত্র ছয় দিন পর, ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতকে বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় এবং এরপর তদন্তের দায়িত্ব সিবিআই নেয়।
দিশা সালিয়ান মামলায় তাঁর নাম উঠে আসার প্রসঙ্গে তাঁর আদিত্য ঠাকরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করা হচ্ছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, আমি এ নিয়ে প্রকাশ্যে কিছু বলব না। আমরা আমাদের বক্তব্য আদালতেই রাখব।” প্রসঙ্গত, বোম্বে হাইকোর্ট আগামী ২ এপ্রিল দিশা সালিয়ান মামলার শুনানি গ্রহণ করবে।
নানান খবর
নানান খবর

মেগা ধারাবাহিকে টিভির পর্দায় কামব্যাক করছেন শোলাঙ্কি রায়! কোন চ্যানেলে দেখা যাবে ইচ্ছেনদীর 'মেঘলা'কে?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?